ডাকঘর: চন্ডিদ্বার, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
এমপিও কোড: ০৬০৪৬১৩০২
বিদ্যালয় কোড: ৯২২৯, বিদ্যালয় কোড (ভোকেশনাল): ৬৪০৭৯
কেন্দ্র: কসবা-০৬(৪২৩), কেন্দ্র (ভোকেশনাল): ৬৪০৭৯
স্থাপিত: ১৯৪৮ খ্রি.
Est: 1948
EIIN: 103331
P.O: Chandidwar, Upazila: Kasba, Dist: Brahmanbaria, Bangladesh
MPO Code: 060461302
School Code: 9229, School Code (Voc):54079
Center: Kasba-06(423), Center (Voc): 64079
মানুষের জীবন ও সমাজ চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। শিক্ষাই সুন্দরতম, উন্নতর জীবন ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এজন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন।
সেই ক্ষেত্রে অতীতের ধারাবাহিক সাফল্যময় প্রতিষ্ঠান হিসেবে চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় প্রতিষ্ঠান হিসেবে নন্দিত হয়ে আছে।
সম্মানিত অভিভাবকদের চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় অঙ্গনে আহ্বান জানাই, আপনার সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিন, যেখানে আপনার সন্তানের শিক্ষাকে নিবিড় পরিচর্যার সাথে নিশ্চিত করুন। আর উচ্চশিক্ষার পথকে সুগম করুন।
এই লক্ষকে বাস্তবায়নের জন্য চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় এ সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানাচ্ছি।
বাংলাদেশের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করছে তারমধ্যে চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় অন্যতম। বাংলাদেশ সরকার যেমন এ বিষয়টি স্বীকৃতি প্রদান করেছে, তেমনি এ প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা অর্জনের পাশাপাশি সাফল্যের কৃতিত্বস্বরূপ অর্জন করেছে দেশি-বিদেশি অনেক সম্মাননা । প্রতিষ্ঠানটির দীর্ঘ এই একযুগ ধরে শিক্ষা বিস্তারের উল্লেখযোগ্য দিক হলো, এখান থেকে যে সকল শিক্ষার্থীরা ইতোমধ্যে লেখাপড়া করে বেরিয়ে গিয়েছে, তাদের অনেকে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবি হিসাববিদ, আইনজীবি, সেনা, নৌ, বিমান বাহীনির উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আবার অনেকে ইতোমধ্যে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সম্মান বৃদ্ধি করছে এবং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এ অল্প সময়ে শিক্ষার্থীদের এমন সাফল্যের অন্যতম কারণ এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একদিকে যেমন খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে থাকে তেমনি একজন যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পারিপার্শ্বিক যে গুণাবলি অর্জন করা দরকার তার সকল আয়োজন রয়েছে এ প্রতিষ্ঠানকে ঘিরে।
অতএব চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তির জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সংস্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল।