ডাকঘর: চন্ডিদ্বার, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
এমপিও কোড: ০৬০৪৬১৩০২
বিদ্যালয় কোড: ৯২২৯, বিদ্যালয় কোড (ভোকেশনাল): ৬৪০৭৯
কেন্দ্র: কসবা-০৬(৪২৩), কেন্দ্র (ভোকেশনাল): ৬৪০৭৯
স্থাপিত: ১৯৪৮ খ্রি.
Est: 1948
EIIN: 103331
P.O: Chandidwar, Upazila: Kasba, Dist: Brahmanbaria, Bangladesh
MPO Code: 060461302
School Code: 9229, School Code (Voc):54079
Center: Kasba-06(423), Center (Voc): 64079
জীবনের প্রতিটি পর্যায়ে শিষ্টাচার মেনে চলার অপরিসীম গুরুত্ব রয়েছে। ক্লাস রুমেও কিছু আচারবিধি আছে, যা মেনে চললে শিক্ষার্থী নিজে যেমন উপকৃত হবে, তেমনি ক্লাসের সবাই সামগ্রিকভাবে উপকৃত হবে। ক্লাস রুমের শিষ্টাচার সম্পর্কে জানাচ্ছেন বিপুল জামান।abcd
নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হও। অনিয়মিত ক্লাস করলে পড়া বুঝবে না। নির্দিষ্ট সময়ের পর ক্লাসে উপস্থিত হলে ক্লাস নিতে শিক্ষকের এবং ক্লাসের অন্যদের মনোযোগের ব্যাঘাত ঘটে।
ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাও। শিক্ষক আগে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করো।
ক্লাসরুমে শিক্ষকের সামনে গা এলিয়ে দিয়ে বা পায়ের ওপর পা তুলে বসবে না। সোজা হয়ে বসো।
ক্লাস চলাকালে ইশারায় ডাকাডাকি করা, ফিসফাস করা বা জোরে জোরে নিজেরা কথা বলা, কাগজ, রুমাল বা কোনো কিছু ছোড়াছুড়ি করবে না।